Saturday, July 2, 2016

3D Video Design Tutorial

liquid effect, and store it to disk as a cache. Rendering the service at full quality requires generating an animated polygon mesh. For a convincing layered material, we extract Bifrost channel data, such as vorticity, and apply it in a shading network. The course concludes with a look at the arrow solver for atmospheric effects. Let's discover the power and flexibility of this simulation engine in Maya Bifrost, Dynamic Simulations.

Thursday, March 3, 2016

"I Think Every Man No Happy in the World."



আমিতো আমারই না
তোমার কি করে হই ?
সত্যি করে ভেবে দেখ
আমরা কেউ কারো নই!
"I Think Every Man No Happy in the World."

"পৃথিবীর সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে
ধূমপান ছেড়ে দেয়া।
আমি এটা জানি কারন
আমি নিজেই কয়েক হাজার বার
করেছি এটা!"
-মার্ক টোয়াইন

আত্মহত্যা সহজ পথ,
তবে খুবই নিম্নমানের পথ।
আত্মহত্যা খুনের চেয়েও খারাপ।
খুন করার পর অনুশোচনার একটা সুযোগ থাকে।
আত্মহত্যারপর সেই সুযোগও থাকে না।
"মেঘের ছায়া"
-----হুমায়ূন আহমেদ

"শ্যামের হাতের বাঁশরী"


 বাঁশরীর তানে পাশরি
আমি "শ্যামের হাতের বাঁশরী"।
আমি রুষে উঠে’ যবে
ছুটি মহাকাশ ছাপিয়া,
ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ
নিভে নিভে যায় কাঁপিয়া!

Thursday, February 11, 2016

বধু তোমার আমার এই যে পিরীতি বোঝাবো বলো কি দিয়া ।।





















বধু তোমার আমার এই যে পিরীতি
বোঝাবো বলো কি দিয়া ।।
মোরা এক তনু হতে জনম নিয়াছি ।।
দোহে দুই রূপ নিয়া
বোঝাবো বলো কি দিয়া
আমি বোঝাবো বলো কি দিয়া
তোমার পরাণে পরাণ রাখিয়া,
তোমার আঁখিতে আঁখি ।।
নিজেরে ডাকিতে বারে বারে বধু, ।।
আমি তোমারেই শুধু ডাকি
আমি আপন মরমে চোখ মেলে দেখি
তুমি আমার হিয়া
বধু তুমি আমার হিয়া