বধু তোমার আমার এই যে পিরীতি
বোঝাবো বলো কি দিয়া ।।
মোরা এক তনু হতে জনম নিয়াছি ।।
দোহে দুই রূপ নিয়া
বোঝাবো বলো কি দিয়া
আমি বোঝাবো বলো কি দিয়া
তোমার পরাণে পরাণ রাখিয়া,
তোমার আঁখিতে আঁখি ।।
নিজেরে ডাকিতে বারে বারে বধু, ।।
আমি তোমারেই শুধু ডাকি
আমি আপন মরমে চোখ মেলে দেখি
তুমি আমার হিয়া
বধু তুমি আমার হিয়া
nice hoice bondhu
ReplyDeletetumi more jiboner vabona tumi more hridoyer sukher dola
ReplyDelete